ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মানিকগঞ্জে দম্পতি গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে শফিকুল ইসলাম সোহাগ (৪৮) ও তার স্ত্রী শিরিন আক্তার মুক্তা (৩৭) নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের টিনপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সোহাগ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি জেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য। তার স্ত্রী শিরিন আক্তার মুক্তাকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

জানা গেছে, এই দম্পতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের অনুসারী ছিলেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, "এই দম্পতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আজ আদালতে পাঠানো হবে।"

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার