কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ

Sanchoy Biswas
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিশাল শোভাযাত্রাটি সদর রোড প্রদক্ষিণ শেষে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে সমবেত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের। সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সুজন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন ইফতি, হাবিবুর রহমান, বাবু, মানিক বাদশা, জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।