গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি আব্দুল বারিক

গাজীপুর জেলায় জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক, পিপিএম।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি পেয়েছেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বুধবার (২০ আগস্ট) সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
আরও পড়ুন: বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী ট্রাইব্যুনালের পিপির সদস্য পদ স্থগিত
জুলাই মাসের অপরাধ পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা শেষে জেলার বিভিন্ন থানার মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এ সময় শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিককে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান; কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক অপরাধ প্রতিরোধ ও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।