কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক শাপলা নিউজ’ অফিস উদ্বোধন

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী আমরাইদ বাজারে বর্ণাঢ্য আয়োজনে 'দৈনিক শাপলা নিউজ' অফিস উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট শুক্রবার বিকালে অফিসটি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

দৈনিক শাপলা নিউজের প্রকাশক ও কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জাকির হোসেন কামালের সভাপতিত্বে এবং কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাপলা নিউজ পরিবারের চেয়ারম্যান (সিইও) মোঃ হাবিবুর রহমান। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ। উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা টিপু সুলতান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, জামাল উদ্দিন, সম্রাট পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার সহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নোমান। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ।  আলোচনা শেষে দৈনিক শাপলা নিউজের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতা গোলাম মোস্তফা। 

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আর সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সমাজের সকল অসঙ্গতি রাষ্ট্রের কাছে তুলে ধরাই তাদের কাজ। তবে বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদের আচরণের কারনে সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেনি। এটাই আওয়ামীলীগের চরিত্র। তারা স্বাধীনতা পরবর্তী চারটি সংবাদপত্র রেখে সবগুলো বন্ধ করে দিয়েছিল। বর্তমানে সাংবাদিকরা বিনা বাধায় অন্যায়ের বিরুদ্ধে লিখতে পারছেন। সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের সব সময় সচেষ্ট থাকার আহ্বান জানান। রাজনীতিবিদদের ভুল ভ্রান্তি থাকতেই পারে। কাজ করতে গেলে ভুল হতে পারে , কিন্তু সে ভুল শুধরে দিতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। তিনি দৈনিক শাপলা নিউজের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।