সুনামগঞ্জের দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ আটক ৬

সুনামগঞ্জের দিরাইয়ে মোবাইল কোর্টের অভিযানে গাঁজাসহ ৬ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন দিরাই সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাতসহ সঙ্গীয় ফোর্স।
আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চলতি মাসে ২টি নিয়মিত মামলা সহ ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
জানা যায়, দিরাই থানাধীন আনোয়ারপুর পয়েন্ট, হরননগর পয়েন্ট, চাঁনপুর ব্রিজের নিচ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন—দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের আব্দুল আহাদের ছেলে মাদক ব্যবসায়ী মো. মুছা ইসলাম (৫০), দিরাই পৌর শহরের দাউদপুর এলাকার মৃত হাসিম উল্লাহর ছেলে আব্দুল বশর (৭০), হারানপুর গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে রতিন্দ্র বিশ্বাস (২৮), শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৩), দিরাই বাঘবাড়ি এলাকার মনসাদ মিয়ার ছেলে আমজদ হোসেন (২২), আনোয়ারপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আনোয়ার হোসেন (২১)।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, চলতি মাসে ২টি নিয়মিত মামলা সহ মাদকের বিরুদ্ধে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। পাশাপাশি রোববার সন্ধ্যায় দিরাই সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬ জনকে মালামালসহ আটক করা হয়েছে।