গোবিন্দগঞ্জ বাসের ধাক্কায় নারী নিহত, প্রতিবাদে আড়াই ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। গত সপ্তাহেও একই স্থানে সড়ক দুঘর্টনায় তিন ব্যক্তির মৃত্যু হয়। অরক্ষিত সড়ক ব্যবস্থার কারনে একই স্থানে বারবার দুঘর্টনায় প্রানহানীর প্রতিবাদে ও দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আড়াই ঘন্টা ব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পরে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া নামক স্থানে পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় "শঠিবাড়ি স্পেশাল" নামক একটি দ্রুতগামী যাত্রাবাহী বাসের চাপায় মরিয়ম আক্তার (৩৫) নামের এক নারী সেবিকা ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মরিয়ম ওই (পান্থাপাড়া) এলাকার আব্দুল হামিদের মেয়ে। এ দুঘর্টনার পর ঘাতক চালক ও শঠিবাড়ি স্পেশাল বাসটিকে স্থানীয় জনতা আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
আরও পড়ুন: তাড়াইলে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
এর আগে গত ২৬ আগস্ট সন্ধায় ওই স্থানে অপর একটি দুঘর্টনায় ঘটনাস্থলে ২জন ও হাসপাতালে একজন মারা যায়। পর পর দুটি দুঘর্টনায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে। তারা দুঘর্টনার পর থেকে প্রায় আড়াই ঘন্টা ধরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই স্থানে সড়ক পারাপারের জন্য অতিদ্রুত একটি ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবী করে স্লোগান দিতে থাকে। এসময় মহাসড়কে শত শত যানবাহন আটকা পরে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা, এস,আই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পরেও বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে পারেনি। পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির মিছিল ও আলোচনা সভা