গোয়ালন্দে ‘জিয়া স্মৃতি সংসদ’ উজানচর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড কমিটি গঠন

Sanchoy Biswas
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোয়ালন্দে "জিয়া স্মৃতি সংসদ" উজানচর ৮ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পল্লী বাজার গফুর মণ্ডল পাড়া এলাকায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন মোল্লা, সভাপতি গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক উপজেলা জিয়া স্মৃতি সংসদ; মোঃ নজরুল ইসলাম বাচ্চু, সভাপতি পৌর জিয়া স্মৃতি সংসদ; হাসান মৃধা, সাধারণ সম্পাদক পৌর জিয়া স্মৃতি সংসদ; হাসেম খান, সহ সভাপতি জিয়া স্মৃতি সংসদ; রুহল আমিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা জিয়া স্মৃতি সংসদ; ফজলু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা জিয়া স্মৃতি সংসদ; লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক উপজেলা জিয়া স্মৃতি সংসদ; মোঃ নুরুল ইসলাম মৃধা, সভাপতি দেবগ্রাম ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদ; মোঃ বারেক শেখ, সাধারণ সম্পাদক দেবগ্রাম ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদ সহ অনেকে।

আরও পড়ুন: কুলাউড়ায় দুর্গোৎসব ভণ্ডুলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: এসপি জাহাঙ্গীর হোসেন

এ সময় সবার সম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাহেব খা, ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সালাউদ্দিন শেখ। এছাড়াও ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্মৃতি সংসদ এর সভাপতি শাহিন মোল্লা জানান, আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আমাদের প্রিয় নেতা এডভোকেট আসলাম মিয়া ধানের শীষ মনোনীত হবেন। আমরা সবাই মিলে আসলাম ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদ ভবনে পাঠাবো। আসুন আমরা সবাই এক হয়ে আসলাম ভাইয়ের পক্ষে কাজ করি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে।

আরও পড়ুন: নিখোঁজের ৮ দিন পর মিলল আটোরিক্সা চালকের মরদেহ