জনগণকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত রাখবেন, তাহলে নির্বাচনে জয়ী হবেন: শ্রীপুরে ডা. জাহিদ

গাজীপুরের শ্রীপুরে বিএনপির সদস্য ফরম ফিলাপ ও বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী-পুরুষ সহ প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২০০ জনকে সদস্য ফরম ফিলাপ করাবেন, গ্রামের মানুষের মধ্যে সদস্য ফরম পৌঁছে দেবেন, প্রয়োজনে মাইকিং করবেন, ঢোল মারবেন, ব্যাপক প্রচার ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সদস্য ফরম ফিলাপ করাবেন।
মনে রাখবেন, আগামী ১৪ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যদি জিততে চান, তাহলে সুসংগঠিত কর্মীবাহিনীর দরকার।
আরও পড়ুন: নেত্রকোণায় স্পিডবোট-নৌকা সংঘর্ষে ৪ জন নিখোঁজ, আহত ৩
তিনি বলেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের ধূষর আপনার আমার মাঝে লুকিয়ে আছে, তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী।
মনে রাখবেন, শক্তিশালী মহান আল্লাহ্ তা'আলা আর এই জনগণ। জনগণকে সাথে রাখবেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখবেন, তাহলেই নির্বাচনে জয়লাভ করবেন।
আরও পড়ুন: শশুর বাড়ি যাওয়া হলো না মৌমিতার!, বাড়িতে শোকের মাতম
তিনি আরও বলেন, ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দিবেন। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি'র যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম বিতরণ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন রিজভী, আনোয়ার হোসেন বেপারি, মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম শামীম, এডভোকেট আবু জাফর সরকার, এডঃ আহসান কবির, মর্জিনা আফসার, জাহিদ হাসান আকন্দ, মাসুদ রানা, ক্বারী সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ হোসেন, যুবদল নেতা সারোয়ার আলম শেখ, আবু তাহের প্রধান, এডঃ রাজিবুল আলম বেপারী, রেজাউল করিম রিফাত মোড়ল, মামুন আকন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।