সিংড়ায় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মিঠুন কুন্ডু সিংড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শীতল কুমার'সহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপগুলোর সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখাসহ নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা একটি জাতীয় উৎসব। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা ও মনিটরিং করার জন্য উপজেলার ৮৫টি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।