প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরের কমলনগরে অল্প বিনিয়োগে অধিক মুনাফা ও স্বল্প মূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকা থেকে ভুক্তভোগী লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরা হচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকার বজলুল হক মুন্সির ছেলে মো. শরীফ (৫০), পার্বতীনগর এলাকার হাবিব উল্লাহর ছেলে জহিরুল ইসলাম (৪০) ও রামগতি উপজেলার চরআলেকজান্ডার সুজনগ্রাম এলাকার সেরাজুল হকের ছেলে শাহ আজিজ (৩৪)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ‘ইমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেড’র কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কিছু দিন ধরে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তারা ওই কোম্পানিতে বিনিয়োগ করলে কম সময়ে কয়েকগুণ লাভ এবং স্বল্প মূল্যে পণ্য পাওয়া যায় এমন প্রলোভন দেখিয়ে উপজেলার চরফলকন জাজিরা এলাকার সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন। এরই অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর ওই এলাকার গৃহবধূ নূপুর বেগম থেকে ৪৪ হাজার, খুকি বেগম থেকে ৪৫ হাজার এবং সুফিয়া আক্তার থেকে ১৫ হাজার টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেন। ঘটনার দিন বুধবার একইভাবে তারা ওই এলাকার আরও কিছু মানুষের কাছ থেকে টাকা নিতে গেলে তাদের বিভিন্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়। এসময় এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাদের মধ্যে ভুক্তভোগী নূপুর বেগম বাদি হয়ে থানায় আটক তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী নূপুর বেগমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।