শান্তিগঞ্জে আ’লীগ নেতা কর্তৃক প্রবাসীর ভূমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

Sanchoy Biswas
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আওয়ামী লীগ নেতা আসাদ আবেদীন কর্তৃক পাথারিয়া বাজারে প্রবাসী সামছুল ইসলাম রাজা মিয়ার রেকর্ডীয় ভূমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, পাথারিয়া মৌজাস্থিত জেএল নং ১৬, আরএস খতিয়ান নং ১৮৬৫, বর্তমান আরএস দাগ নং ৪৭১৩, জমির পরিমাণ ৫ শতক, শ্রেণী ভিট রকম ভূমি (দোকান ঘর)।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

পাথারিয়া বাজারের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী আরশ আলী বলেন, "আমাদের পাথারিয়া বাজারে প্রবাসী সামছুল ইসলাম রাজা মিয়ার ৫ শতাংশ রেকর্ডীয় দোকান রকম ভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী আসাদ আবেদীন প্রবাসীর ভূমিতে জোরপূর্বক আদাপাকা টিনসেড দালান তৈরি করে কিছু অংশ জবরদখল করেছেন। ভূমি পরিমাপের জন্য রেকর্ডীয় মালিক আদালতে আবেদন করলে আদালত কোর্ট কমিশন জারি করে। পরবর্তীতে গত ১৮/৮/২৫ ইং তারিখে কমিশন উভয় পক্ষকে নোটিশ দিয়ে সরেজমিন ভূমি পরিমাপের সময় আসাদ আবেদীনের স্থাপনার ভেতরে ভূমি পাওয়া যায়। কোর্ট কমিশন ভূমি উদ্ধারের চেষ্টাকালে আসাদ আবেদীন দুই দিনের সময় চান এবং নিজ খরচে স্থাপনা ভেঙে ভূমি হস্তান্তর করবেন বলে স্বাক্ষর করেন। কিন্তু এক মাস অতিবাহিত হলেও স্থাপনা ভাঙেননি, উল্টো প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

বাজারের ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, "এই জায়গার প্রকৃত রেকর্ডীয় মালিক প্রবাসী সামছুল ইসলাম রাজা মিয়া। দীর্ঘদিন ধরে আসাদ আবেদীন তার জায়গায় দালান নির্মাণ করে ভোগদখল করছেন। কোর্ট কমিশনের নির্দেশ থাকলেও স্থাপনা ভাঙেননি।"

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

স্থানীয় ব্যবসায়ী কাঁচা মিয়া বলেন, "উল্টো প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ভূমি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।"

ভূমির মালিক সামছুল ইসলাম রাজা মিয়া বলেন, "আমি পাথারিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার ৫ শতাংশ রেকর্ডীয় টিনশেড দোকান রকম ভূমি রয়েছে। কিন্তু স্থানীয় প্রভাবশালী আসাদ আবেদীন জোরপূর্বক দালান তৈরি করে ভোগদখল করছেন। কোর্ট কমিশন আমার ভূমি নির্ধারণ করেছে, কিন্তু তিনি স্থাপনা ভেঙে হস্তান্তর করছেন না। উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।"

অন্যদিকে আসাদ আবেদীন বলেন, "এই জায়গার উপর আমার উচ্চ আদালতের স্ট্রে অর্ডার আছে। কোর্ট কমিশনের বিষয়ে আমি কিছু জানি না। পারিবারিক বিষয় সমাধান হবে প্রবাসী রাজা মিয়া দেশে আসলে।"

বাজারের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী বলেন, "উভয় পক্ষকে সামনে রেখে কোর্ট কমিশন জায়গা পরিমাপ করেছে। আসাদ আবেদীন স্থাপনা ভাঙবেন বলে সময় চেয়েছিলেন, কিন্তু এখনও তা করেননি।"

পাথারিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, "বাজারের ভূমি পরিমাপের বিষয়ে আমাকে কেউ জানাননি। সরকারি খাস ভূমি উচ্ছেদের জন্য প্রতিবেদন দাখিলের পর এক পক্ষ আমার অফিসে মানববন্ধনের হুমকি দিয়েছে।"