ভাইয়ের জীবন বাঁচাতে ঝাঁপ, ফিরল দুই ভাই-বোনের নিথর দেহ

Sanchoy Biswas
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুকুরে ডুবে যাওয়া ভাইয়ের জীবন বাঁচাতে ঝাঁপ দেওয়া বড় বোনও তলিয়ে গিয়ে মারা গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে নোয়াগাঁও পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে ছোট ভাই শরীফ পানিতে পড়ে যায়। তাকে ডুবে যেতে দেখে বড় বোন শিফা তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত, পানিতে দুজনেই তলিয়ে যায়।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

পরে প্রতিবেশীরা দুজনকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমি অবগত নই। তবে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক