কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ আছর ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মজিবুর রহমান, রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হক প্রমুখ। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

প্রতিবাদ সমাবেশে বক্তারা অ্যাডভোকেট আলিফ হত্যা, গাজীপুরের আশা মণি ধর্ষণ, বুয়েটের আত্মস্বীকৃত শ্রী শান্ত রায়, টঙ্গীর খতিব অপহরণ, কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে জঙ্গি সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান।