জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই: ড. এম.এ কাইয়ূম
জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই,যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই, একটা পরিবারকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম।
রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান কমার্স কলেজে নবীন শিক্ষার্থীদের বরণে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চললে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। আমি এখানে এসে বিস্মিত হয়েছি। এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে এত ছাত্র-ছাত্রী পড়ে। আমরা সব সময় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড শিক্ষার কোন বিকল্প নেই এবং জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি।
আরও পড়ুন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানালেন মাসুম
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গুলশান কমার্স কলেজের সভাপতি ইমেরিটাস প্রফেসর মোঃ মঈনউদ্দিন খানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) সচিব প্রফেসর মোঃ সাহতাব উদ্দিন,
আরও পড়ুন: এনসিপি ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই: সারজিস আলম
শফিকুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ম্যানেজিং পার্টনার এবং সিইও মোঃ শফিকুল আলম (এফসিএ), বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এ জি এম শামসুল হক'সহ প্রমুখ।





