সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হককে তাহিরপুরে সংবর্ধনা
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হককে বিশাল সংবর্ধনা জানিয়েছেন তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর বিএনপির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তাহিরপুর বাজারে বিশাল গণসংবর্ধনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এস. এন. তরুণ দে
প্রধান বক্তা আনিসুল হক বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে।
আরও পড়ুন: সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: ইয়াসের খান চৌধুরী
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, বিএনপি নেতা রাকাব উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামাদ মুন্সি, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আকঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, বিএনপি নেতা রইছ মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, বিএনপি নেতা শাহজাহান মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান সেলিম, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল শিকদার, সদস্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস্য সচিব নজরুল শাহ প্রমুখ।





