গাজীপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর
গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক সিদ্দিকীর অনুসারীরা। এ সময় মজিবুর রহমানের সমর্থকদের বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এছাড়া বেশ কয়েকটি নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত রবিবার বিকেলে কালিয়াকৈরে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীদের ওপর অপর মনোনয়নপ্রত্যাশী চৌধুরী ইশরাক সিদ্দিকীর অনুসারীরা হামলা করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গাজীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি। এ আসনে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতা মনোনয়নপ্রত্যাশী থাকায় শুরু থেকেই দ্বন্দ্ব, ক্ষোভ ও প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে। মনোনয়ন ঘোষণার পরই মজিবুরের সমর্থকদের ওপর হামলা করে ইশরাকের সমর্থকরা।





