ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত
সুনামগঞ্জের ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০২৫) উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ৯ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে একটি রেলি বের করা হয়।
রেলি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
আরও পড়ুন: হাসপাতালের সরকারি ওষুধ বাহিরে পাচারের সময় পরিচ্ছন্নতা কর্মীসহ আটক ২
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অদম্য নারী সফল জননী বুলবুল আক্তার চৌধুরী, ব্র্যাক-এর এরিয়া ম্যানেজার অনিন্দিতা বিশ্বাস, মুগ্ধ মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আসমা আক্তার, সাংবাদিক সেলিম আহমেদ, অদম্য নারী জয়িতা সাথী আক্তার প্রমুখ।
সবশেষে অদম্য নারী ২০২৫ এর চারজন জয়িতা নারীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের সম্মাননা স্বরূপ ক্যাস উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: অসহায় মানুষের পাশে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম





