আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি–উত্তর)। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০৮ লিটার চোলাই মদ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুখেন চাকমা (৩০)। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবপেরাছড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: স্বতন্ত্র পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৩
রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার বুড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুড়ি বাজারে অবস্থিত আজিজ নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই সুখেন চাকমাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার সুখেন চাকমা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে চোলাই মদ সংগ্রহ করে আশুলিয়া ও আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে সন্দেহ করছে পুলিশ।
ডিবি (উত্তর)-এর ওসি মো. সাইদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।





