বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  ওই সংসদীয় আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রবিবার দুপুর দেড়টার দিকে শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়ন সংগ্রহ করেন। 

আরও পড়ুন: আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রুহুল কবির রিজভী

মনোনয়ন উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট আমরা তাকে উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

মনোনয়ন উত্তোলনের সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন