২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সাধারণ মানুষের চরম দুর্ভোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা আর শৈত্যপ্রবাহের দাপটে চলছে সাধারণ মানুষের চরম দুর্ভোগ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল বুধবার শৈত্যপ্রবাহ ছড়ানো ৪৪ জেলায় হলেও আজ তা কমে ২৪ জেলায় সীমাবদ্ধ হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমবেশি হতে পারে।

আরও পড়ুন: মীরসরাইয়ে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার মানদণ্ড অনুযায়ী, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মধ্যম শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

শাহীনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর বিস্তৃতি কিছু জেলা বাড়তে বা কমতে পারে। বর্তমানে এটি দ্রুত কমছে না, তাই আগামী এক সপ্তাহ ধরে দেশজুড়ে শীত জনজীবনকে অস্বস্তিতে রাখবে।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ