মীরসরাইয়ে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামের মীরসরাইয়ে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকার গুমঘাট অংশে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।





