নরসিংদীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০২ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার আবদুর রব শেখ মানিক নামে এক স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক গত ১২  জানুয়ারী (সোমবার) শিবপুর মডেল থানায় উপস্থিত হয়ে জিডি ( সাধারণ ডাইরী) করেন। 

আরও পড়ুন: নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৭

সাংবাদিক আবদুর রব শেখ মানিক দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। 

জিডি সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারী  (শনিবার) ভোর পৌঁনে ৪ টার দিকে ভুক্তভোগী সাংবাদিকের ব্যবহৃত মুঠোফোনে কল আসলে তিনি ফোন রিসিভ করেন। পরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন। 

আরও পড়ুন: আদালতের রায় না মেনে বসতভিটা দখল শ্রীনগরে

এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক আবদুর রব শেখ মানিক বলেন, হুমকিদাতা ঐ ব্যক্তির কণ্ঠস্বর কিংবা মোবাইল নম্বর তার পরিচিত নয়। কিন্তু কেন বা কি উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হলো তা তিনি বুঝতে পারছেন না। এবিষয়ে আমি আমার পরিবার ও স্বজনদের সাথে আলোচনা করে আমার নিরাপত্তা চেয়ে সোমবার সকালে থানায় উপস্থিত হয়ে জিডি করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে। 

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া  বলেন,  সাংবাদিককে হুমকির একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নাগরিক ন্যায় বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন এটাই স্বাভাবিক। ন্যায় বিচার চাওয়ার অপরাধে যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন নাগরিক ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন অনেকে।