অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

Sadek Ali
মো. রবিউল আওয়াল, কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি রোডের মদিনানগর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দুটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া যায়। ভোক্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট বিক্রেতাদের জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, “এলপিজি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। কোনো অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা।