বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কাঞ্চন পৌরসভার সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকন মিয়া।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, “আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তিনি আমাদের অন্তরে ও চিন্তায় চিরকাল বেঁচে থাকবেন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছেন।”

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর মানবিক রাজনীতি ও ত্যাগ আমাদের জন্য প্রেরণা। সেই আদর্শকে বুকে ধারণ করে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্বেরই অংশ।”

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের জন্য আপসহীন ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপি সবসময় মানবিক রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ওসমানসহ কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।