৪৮ বিজিবি কর্তৃক প্রায় ২ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

Sanchoy Biswas
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: মঙ্গলবার গাজীপুরে আসছেন তারেক রহমান

অভিযানে ভারতীয় নিভিয়া সফট ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম, অলিভ অয়েল, সাবান, সানগ্লাসসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী আটক করা হয়। এছাড়া অভিযানে গরু, শুটকি, আঙ্গুর, আনার, কমলা, জিরা, পেঁয়াজ, এনার্জি ড্রিংক, চা-পাতা, চকলেট, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী শিং মাছ ও সুপারি জব্দ করা হয়।

অটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৯০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন শাহ রিয়াজুল হান্নান

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, "সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"