হায়াতুন নেসার ১ম মৃত্যুবার্ষিকীতে বাংলাবাজার পত্রিকা অফিসে দোয়া মাহফিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৫
হায়াতুন নেসার ১ম মৃত্যুবার্ষিকীতে বাংলাবাজার পত্রিকা অফিসে দোয়া মাহফিল। ছবিঃ সংগৃহীত
হায়াতুন নেসার ১ম মৃত্যুবার্ষিকীতে বাংলাবাজার পত্রিকা অফিসে দোয়া মাহফিল। ছবিঃ সংগৃহীত

নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী হায়াতুন নেসার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলাবাজার পত্রিকা কার্যালয়ে আজ বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রেজিস্ট্রি কমপ্লেক্স মসজিদের প্রধান ইমাম মুফতি সিফাত উল্লাহ আল হাদি। মোনাজাতে তিনি মরহুমা ও তার পরিবারের সদস্যদের প্রতি আল্লাহর রহমত কামনা করে  দোয়া করেন। দোয়া মাহফিলে দৈনিক বাংলাবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, সিটি এডিটর মুস্তাফিজুর রহমান বিপ্লব, বার্তা সম্পাদক সৈয়দ তারেক হাসান, বিশেষ প্রতিনিধি রাশেদুল হক, মাল্টিমিডিয়া প্রধান মনিরুজ্জামান তুহিন, কমার্শিয়াল ম্যানেজার আঞ্জুম সরোয়ারসহ পত্রিকার বিভিন্ন শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।  মরহুমা হায়াতুন নেসা ২০২৪ সালের ২২ এপ্রিল রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

মরহুমা হায়াতুন নেসা রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম শেখ লুৎফর রহমানের স্ত্রী। জীবদ্দশায় তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী এবং প্রগতিশীল নারী উদ্যোক্তা। দীর্ঘদিন বিমান বাহিনীর পরিচালনায় শাহীন স্কুলের শিক্ষিকা হিসাবে চাকরি করেন। অবসরের পর তিনি শিক্ষা বিষয়ক জনহিতকর কাজে সম্পৃক্ত ছিলেন।

আরও পড়ুন: ফ্রেন্ডশিপের রুনা খান পেলেন ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’

মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানরা ইউরোপ ও আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজেও তিনি দীর্ঘ সময় ইউরোপে বসবাস করেছেন। মৃত্যুর কিছু মাস আগে তিনি শারীরিক অসুস্থতা নিয়েই দেশে ফিরে আসেন।

মরহুমার ছোট ছেলে শেখ নুর ইসলাম দেশের খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান ডমিনো’স ও ফুওয়াং গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী।

আরও পড়ুন: শুরু হচ্ছে শিশু-কিশোরদের এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

এছাড়াও তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান তেজগাঁও মিরপুরসহ অন্যান্য প্রতিষ্ঠানেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।