আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। হঠাৎ হওয়া এই ভূকম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

স্থানীয়দের জানান, নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: পর পর দুইবার ভূমিকম্পের পর দেশে আফটারশকের আশঙ্কা

ভূমিকম্পের সময় ঘরে থাকা অনেক মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও সিলিং ফ্যান কেঁপে উঠেছিল। কেউ কেউ জানান, ঘুম ভেঙে যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ভূকম্পনের বিষয়টি নিশ্চিত হন।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্ট দিয়ে জানান, ভোররাতে হঠাৎ ঘর দুলে উঠেছিল। কেউ লিখেছেন, ঘুমের মধ্যে মনে হয়েছিল কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। আবার কেউ আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, নারী ও শিশুসহ আহত ৪

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৭ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।