আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (১০ সেপ্টেম্বর) তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স)-এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য পুলিশের অনুরোধ

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে— বিতর্ক: বিএএফ শাহীন কলেজ বগুড়া, কুইজ: বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (মাধ্যমিক): বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, গণিত (উচ্চ মাধ্যমিক): বিএএফ শাহীন কলেজ ঢাকা,বিজ্ঞান (মাধ্যমিক): বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞান (উচ্চ মাধ্যমিক): বিএএফ শাহীন কলেজ ঢাকা, স্পেলিং (মাধ্যমিক): বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স), স্পেলিং (উচ্চ মাধ্যমিক): বিএএফ শাহীন কলেজ ঢাকা।

প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর এবং চার দিনব্যাপী এ আয়োজন শেষে সমাপনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প