ভিডিও কনটেন্ট ও ডিজিটাল আর্ট প্রতিযোগিতা শিশু একাডেমিতে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৩ | আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৩
শিশু একাডেমি । ফাইল ছবি
শিশু একাডেমি । ফাইল ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এবার জাতীয় শোক দিবসে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি ভিডিও কনটেন্ট এবং ডিজিটাল আর্ট প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

ভিডিও কনটেন্টের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রিয় বঙ্গবন্ধু’ এবং ডিজিটাল আর্টের বিষয় ‌‘রাসেলের সাইকেল’। এই প্রতিযোগিতা স্কুল ও কলেজ দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। ভিডিও কনটেন্ট তৈরির জন্য স্মার্টফোন ব্যবহার করা যাবে। ভিডিওটি সর্বোচ্চ ১০০ মেগাবাইটের মধ্যে হতে হবে এবং অডিও হতে হবে স্পষ্ট। অডিও-ভিডিও অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।

আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

এ ছাড়া ডিজিটাল আর্টের জন্য ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করা যাবে। ডিজিটাল আর্টের সাইজ সর্বোচ্চ ১০ মেগাবাইটের মধ্যে হতে হবে। একজন প্রতিযোগী দুটো বিষয়েই অংশগ্রহণ করতে পারবে।

আগামী ১০ আগস্ট পর্যন্ত এই লিংকে (https://forms.gle/MiNHWrJozmWiyoqe8 ) ভিজিট করে ভিডিও কন্টেন্ট এবং ডিজিটাল আর্ট সাবমিট করা যাবে।

আরও পড়ুন: কবি এনামূল হক পলাশ, নিমগ্ন এক কাব্যসাধক