নরসিংদীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর বেলাব থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: বনানীর সিসা বারে যুবক খুন

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার লাকসাম থানার ফুলহরা গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে ওমর ফারুক (৩৩) এবং একই থানার জনাদ্দনপুর গ্রামের সিরাজুল হকের ছেলে মিজান মিয়া (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডের লাবীবা বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাদাপাথর খেকুরা শনাক্ত, শীঘ্রই আইনি ব্যবস্থা

তিনি আরও জানান, সংশ্লিষ্ট থানার সিডিএমএস যাচাই করে দেখা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো মামলা পাওয়া যায়নি। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।