উত্তরায় জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ মাসুম এবং ২। মোঃ ফাহিম খান। উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ মিনিটে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কতিপয় দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল প্রেরণ করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রেক্ষিতে রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় বর্ণিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

আরও পড়ুন: হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ

মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।