সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির অনুমোদন
চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।
সৌদি আরবে সাবিক এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর মধ্যে চুক্তিটি হবে।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর
মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।সভার পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন।
এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য কমিটি আরেকটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)’র অধীন এই মিলের জমি ব্যবহার করা হবে চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণে।
আরও পড়ুন: ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক
সংশ্লিষ্ট উপদেষ্টা এবং সচিবগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস





