শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, শিক্ষা ভবনের পেছনের অংশে দেড় থেকে দুইশ শিক্ষার্থী অবস্থান করে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, দাবি বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, শিক্ষার্থীরা রাতেও শিক্ষা ভবনের সামনের আবদুল গণি সড়কে অবস্থান করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় সকালে তাদের শিক্ষা ভবনের পেছনের অংশে অবস্থান নিতে অনুরোধ করা হয়।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে তারা শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত

বিকেলে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, সাত কলেজকে নিয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।