গুলিবিদ্ধ ওসমান হাদীকে দেখতে হাসপাতালে ঢাবি ভিসি

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের কাছ থেকে ওসমান হাদীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “ওসমান হাদীর ওপর এমন নির্মম হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” উপাচার্য ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য শুভকামনাও জানান।

আরও পড়ুন: ওসমান হাদি গুলিবিদ্ধ, কঠোর হুঁশিয়ারি দিলেন সাদিক কায়েম

এ ঘটনায় চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকরা জানান, গুলির আঘাতে তিনি আহত হলেও প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং চিকিৎসক দল তার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।