শিশু সাজিদকে উদ্ধারে চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদের উদ্ধারে টানা ১৯ ঘণ্টা ধরে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শিশুটি যে গর্তে পড়ে গেছে, সেই স্থানে সুড়ঙ্গ খোঁড়া শুরু করেছে উদ্ধারকারী দল। তবে এখনও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে মা ও শিশুর হাঁটার সময় হঠাৎ ৪০ ফুট গভীর ওই পরিত্যক্ত নলকূপের গর্তে সাজিদ পড়ে যায়। গর্তের ব্যাস মাত্র ৮ ইঞ্চি হওয়ায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রথমে দড়ি, পাইপ ও অন্যান্য সরঞ্জামের মাধ্যমে উদ্ধার চেষ্টা চালায়, কিন্তু সরু গর্তে গিয়ে সফল হওয়া যায়নি।

আরও পড়ুন: সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

পরবর্তীতে উচ্চক্ষমতা সম্পন্ন এক্সকেভেটর ব্যবহার করে পাশেই নতুন গর্ত খননের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তানোরে প্রয়োজনীয় এক্সকেভেটর না থাকায় উদ্ধার কাজে বিলম্ব ঘটে। অবশেষে রাত ৮টার দিকে মোহনপুর থেকে ছোট দুটি এক্সকেভেটর এনে খনন কাজ শুরু হয়। রাতভর প্রচেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ৪০ ফুট গভীর নতুন গর্ত খনন সম্পন্ন হয়। এরপর শিশুটি যে গর্তে পড়েছে, সেই দিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করা হয়।

তানোর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, ৪০ ফুট গভীর নতুন গর্ত তৈরি করা হয়েছে। এখন সেই গর্ত থেকে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। এখনও শিশুটিকে পাওয়া যায়নি। আমরা শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব।

আরও পড়ুন: ৩০ ফুট গভীরে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশু স্বাধীনকে

স্থানীয়রা শিশুটির নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনায় মশগুল। পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।