বিটিএসের ১২টি গান ৬০০ মিলিয়ন ক্লাবে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৩ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবার ‘বিটিএস’-এর গাওয়া গান ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করল। দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গাওয়া ‘পারমিশন টু ড্যান্স’ শিরোনামের গানটি ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এ নিয়ে ব্যান্ডটির মোট ১২টি গান এই মাইলফলক ছাড়িয়ে গেল; যা উদীয়মান কোনো সংগীত অঞ্চলের জন্য চমকপ্রদ ঘটনাই বলা চলে।

২০২১ সালের ২১ জুলাই হাইবি লেভেলস ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছিল। গত সোমবার ভোরে এটি ৬০০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করে।

আরও পড়ুন: নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

এ উপলক্ষে ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিকের পক্ষ থেকে একটি উদযাপনমূলক পোস্ট দেওয়া হয়েছে। ৬০০ মিলিয়ন ভিউজের ১২টি গানসহ এ পর্যন্ত ব্যান্ডটির মোট ৩৯টি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে।