এসেছিলেন গাড়ি চালিয়ে ফিরলেন নিথর দেহে

গাজীপুরের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিজেই চালিয়ে ঢাকায় এসেছিলেন আহমেদ রুবেল। আজ ফিরে গেলেন নিথর দেহে, গাড়িতে শুয়ে।
গাড়ি চালিয়ে এসে কাল সোজা বসুন্ধরা সিটির বেজমেন্টে ঢুকে গাড়ি রেখে হাঁটছিলেন, এর মধ্যে হুট করে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পাশে থাকা নির্মাতা আতিক, নিরাপত্তারক্ষী মাসাদুল হকসহ আরও কয়েকজন এগিয়ে আসেন।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
মাসাদুল হক জানান, দেয়ালে লেগে তাঁর কপাল ফুলে যায়। ধরাধরি করে তাঁরা আহমেদ রুবেলকে পাশের চেয়ারে বসান। মাথায় পানি দেন। তিনি বলেন, 'আমরা ভেবেছিলাম, উনি মাথা ঘুরে পড়ে গেছেন। তাই মাথায় পানি দিচ্ছিলাম। তখন তাঁর জ্ঞান ছিল। বারবার ঢেঁকুর তুলছিলেন। রুবেলকে বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
মাসাদুল বলেন, 'তখনো রুবেলের জ্ঞান ছিল'। প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হুইলচেয়ারে বসিয়ে প্রথম তলা থেকে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় রুবেলকে। এরপর রুবেলকে সিএনজিচালিত অটোরিকশায় তোলা হয়। সিএনজিতে পরিচালক আতিকও ছিলেন। পাশের স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় রুবেলকে। হাসপাতালের চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান, আহমেদ রুবেলকে বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘তাঁর পালস ছিল না। পরীক্ষা–নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, ডেড অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’ বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।আজ (৮ ফেব্রুয়ারী) সকালে শিল্ককলায় একাডেমিতে আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর চ্যানেল আই প্রাঙ্গনে জানাজা শেষে তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেই আসরের পরে চিরশায়িত হবেন রুবেল।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’