ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৭৫৮ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ১৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭৫৫ জন
নতুন ভর্তি হওয়া ৭৫৮ জন রোগীর মধ্যে ২০২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়; সারা বছরই হচ্ছে। বিশেষ করে বৃষ্টি শুরু হলে এর প্রকোপ বাড়ে। তাই মশা প্রতিরোধে ওষুধ ছিটানো ও প্রচার-প্রচারণার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ জন
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।