ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আরও শক্তিশালী হচ্ছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ০৮ জুন ২০২৩ | আপডেট: ৮:২৮ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টি  আরব সাগরে সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পরবর্তী ২দিন অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও শক্তি সঞ্চার করে ৩ দিনের মধ্যে উত্তর-উত্তরপূর্বদিকে সরে যাবে।

আরও পড়ুন: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’

আবহাওয়া দপ্তর আরো জানায়, বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণপূর্ব গোয়া থেকে ৮৬০ কিলোমিটার এবং দক্ষিণপূর্ব মুম্বাই থেকে ৯১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঝড়টি কেবল ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের রূপপ্রকৃতি ও  পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে বিপর্যয় আরো ৪ দিন অর্থাৎ আগামী ১২ জুন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে শক্তি অটুট রাখবে।

ধারণা করা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি পাকিস্তানে মূল আঘাত হানার সম্ভাবনা আছে। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়টি আরব সাগরের নিকটে অবস্থিত পাকিস্তান, ভারত, ওমান বা ইরানের ওপর দিয়ে যাবে কি না তা জানায়নি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

ঘূর্ণিঝড়ের অবস্থা দেখে ভারতের গুজরাট সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও কর্ণাটকের মৎসজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরব সাগরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস