সচিব পদে পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত সচিব
(no caption)
সরকারের দুইজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন- অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন ও ওয়াহিদা আক্তার।
আজ (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন: ১১৮ যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে সচিব হিসেবে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে কৃষি মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হলো। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
প্রজ্ঞাপন
আরও পড়ুন: পাঁচ কার্গো এলএনজি ও ৭৫ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার






