ডিবির সাঁড়াশি অভিযানে ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাইকৃত টাকাসহ ৭ ডাকাত গ্রেপ্তার

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৩ | আপডেট: ৪:০৮ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

রাজধানীর তুরাগে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই এর ঘটনায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে অবশেষে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত উল্লেখযোগ্য পরিমাণ টাকা। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ছিনতাই এর ঘটনার প্রথমেই ডিবি অভিযান শুরু করে। বৃহস্পতিবার বিকালেই রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয় টাকা ভর্তি তিনটি টাংক।

আরও পড়ুন: এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের অধিকার কখনো ক্ষুণ্ণ হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সূত্র জানায়, ঘটনার পর থেকেই ডিবি পুলিশ অভিযানের পাশাপাশি তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গতিবিধি নজরদারি রাখে।

গতকাল রাতে ডিভির চারটি টিম সিলেট সুনামগঞ্জ ও  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই অংশ নেওয়া ৭ ডাকাতকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত বেশিরভাগ টাকা।

আরও পড়ুন: মেধা পাচার রোধে 'ট্যালেন্ট হান্ট পুল' গঠন এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ

আজ রোববার এ বিষয়ে ডিএমপির পক্ষে সংবাদ সম্মেলনে ব্রিফ করা হবে বলে জানা গেছে।