সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার পেল বাংলাদেশ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দিয়েছেন। বাংলাদেশের প্রান্তিক মানুষের মধ্যে এসব খেজুর বিতরণ করা হবে।
ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে মঙ্গলবার (০৯ মে) এই খেজুর হস্তান্তর করেন।
আরও পড়ুন: বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি দল
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাদশাহ সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এই খেজুর উপহার দেওয়া হলো। বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে, কিভাবে এটা বিতরণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই খেজুর উপহারের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক