আজ জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। চার দিনের সফরে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন তিনি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখের ওই সম্মেলনের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন। জলবায়ুতে অর্থায়ন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিশ্বের ৬০টি দেশের সরকার প্রধান এ সম্মেলনে যোগ দেবেন।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জার্মানি। রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় জার্মানি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং মানবিক সহযোগিতা করে যাচ্ছে। এমতাবস্থায়, এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় নেতৃবৃন্দের পাশাপাশি জার্মান নেতাদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।