তেঁতুলিয়ায় কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবনে দুর্ভোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে তাপমাত্রার ওঠানামার মধ্যেও শীতের তীব্রতা বজায় রয়েছে। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে জেলার জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা বেশি দুর্ভোগে পড়ছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে ঘন কুয়াশা জেলার সড়ক-মহাসড়ক ঢেকে দিয়েছে, যার ফলে যান চলাচল ধীরগতিতে সীমিত হচ্ছে।

আরও পড়ুন: মীরসরাইয়ে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩

এর আগের দিন বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের তীব্রতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: ভোলায় ভূমিকম্প অনুভূত, আতঙ্কে মানুষ