ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্পে ২০% ভবন ধ্বংসের আশঙ্কা: প্রতিমন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১২ জুন ২০২৪ | আপডেট: ১:০২ অপরাহ্ন, ১২ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেছেন, ঢাকা মহানগরীতে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে এবং এতে রাজধানীর পাঁচ ভাগের এক ভাগ ভবন ধ্বংস হয়ে যেতে পারে।

বুধবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি এসব কথা বলেন। একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হলে ২০ শতাংশ ভবন ধ্বংস হতে পারে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

তবে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, ভয়ের কিছু নেই। তিনি উল্লেখ করেন যে, তুরস্কের মতো অনেক দেশেই ভূমিকম্প হয়, কিন্তু তারা দুর্যোগ সহনশীল অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে।

ঢাকায় ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় সরকার শহর অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করছে বলেও জানান মুহিববুর রহমান।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

এদিকে সম্প্রতি দেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাত হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।  বলেন, রিমাল বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। আমরা পরিকল্পিত ও সমন্বিতভাবে এটা মোকাবিলা করেছি।  দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, সাত হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই তথ্য পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

তবে এখনো পর্যন্ত ৯০ শতাংশ তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির এই হিসাব পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী। 

এদিকে বজ্রপাত মোকাবিলায় এক হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সহাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেন, বজ্রপাত মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে সচিবসহ প্রতিমন্ত্রী ফ্রান্স সফরে যাবেন।