বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা

পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বহির্বিভাগে এ কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক জানান, পাঁচ দফা দাবি নিয়ে আমরা অনেকদিন ধরেই আন্দোলন করছি। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই আমরা বহির্বিভাগে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। কামরাঙ্গীরচর থেকে আসা পপি আক্তার নামে এক রোগী জানান, সকালে চিকিৎসাসেবা নিতে বহির্বিভাগে আসার পর দেখি চিকিৎসকরা সেবা দিচ্ছেন না। পরে রোগীরা হট্টগোল শুরু করেন। চিকিৎসকরা কি দাবি জানিয়েছেন তা তো আমরা জানি না। আমরা তো এসেছি চিকিৎসা নিতে।