টেবিল টেনিসে দীর্ঘমেয়াদি দল গঠন করছে বাংলাদেশ জেল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টেবিল টেনিস খেলোয়াড়দের আর্থিক স্বচ্ছলতা ও পেশাদার নিরাপত্তা নিশ্চিত করতে এবার জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জেল। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ক্রীড়া দল গঠন কোনো নতুন বিষয় নয়, তবে টেবিল টেনিসে বাংলাদেশ জেলের এ উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এই উদ্যোগের মূল পরিকল্পনায় রয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, যিনি এর আগে বিকেএসপি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “বিগত বছরগুলোতে টেবিল টেনিসে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য দেখিয়েছে। মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জয়, কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়া, এমনকি এশিয়ানে কোয়ালিফাই করা—এসব দেখে আমরা মনে করেছি এই খেলাটি ভবিষ্যতে আরও বড় কিছু এনে দিতে পারে। তাই বাংলাদেশ জেল টেবিল টেনিসে দীর্ঘমেয়াদি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।”

আরও পড়ুন: স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন পর হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম


তিনি আরও বলেন, দল গঠনের ক্ষেত্রে বর্তমান জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক পদকজয়ীদের প্রাধান্য দেওয়া হয়েছে, যেন তারা দীর্ঘ সময় বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেন।

আরও পড়ুন: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিকেএসপির ডিরেক্টর (ট্রেনিং) কর্নেল হাসান বলেন, “বিকেএসপির দায়িত্ব হলো বয়সভিত্তিক খেলোয়াড় তৈরি করে জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করা। আজ বাংলাদেশ জেল দলে বিকেএসপি’র প্রশিক্ষিত খেলোয়াড়রা যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।”

বাংলাদেশ জেল দলের খেলোয়াড় তালিকায় পুরুষ দলে থাকছেন:

  • নাফিজ ইকবাল: বর্তমান বাংলাদেশ জুনিয়র র‍্যাংকিং নম্বর ওয়ান, সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদকজয়ী।
  • আবুল হাসান হাসিব: র‍্যাংকিং নম্বর টু, সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণজয়ী দলের সদস্য।
  • মো. সাগর: সাউথ এশিয়ান জুনিয়রে ব্রোঞ্জজয়ী দলের সদস্য।

অন্যদিকে নারী দল:

  • আসমা খাতুন লতা: সাউথ এশিয়ান জুনিয়রে ব্রোঞ্জজয়ী দলের সদস্যা।
  • বুলবুলি ও রাফিয়া: নবাগত সম্ভাবনাময়ী খেলোয়াড়।

কোচ:

  • মো. আশিকুর রহমান পলাশ: সর্বশেষ সাউথ এশিয়ান গেমসে রৌপ্যজয়ী দলের কোচ।


জাতীয় জুনিয়র র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা নাফিজ ইকবাল বলেন, “অফিস দল হিসেবে বাংলাদেশ জেল টিম গঠন করায় আমরা অনেক অনুপ্রাণিত। এই সুযোগের জন্য আমি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের স্যার ও ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান মুনির সুমন স্যারকে ধন্যবাদ জানাই।”

আবুল হাসান হাসিব বলেন, “আর্মি টিমে খেলোয়াড় ঢোকার পর মনে হয়েছিল আমাদের হয়তো কোনো টিম হবে না। কিন্তু আজ জেল টিম গঠনের খবরে আমরা দারুণ খুশি।”

বাংলাদেশ জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী বলেন, “একটি অফিস দল টেবিল টেনিসে আসা মানে ছয়-সাতজন খেলোয়াড়ের পেশাগত নিশ্চয়তা ও খেলায় নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করা। এটা আমাদের জন্য বড় পাওয়া।”

বাংলাদেশ জেল দলের এ পদক্ষেপ টেবিল টেনিসের খেলোয়াড়দের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।