জামায়াত আমির শফিকুর রহমানের খোঁজ-খবর নিয়েছেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির শফিকুর রহমানের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিয়েছেন তারেক রহমান।

রোববার সকালে বিএনপির দুই যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান এবং চিকিৎসক ও আমিরের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

এ্যানি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।’

আমিরের দ্রুত সুস্থ কামনায় তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের কাছে দেন বিএনপির এই দুই নেতা।

আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

শনিবার ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সিসিইউতে চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে আছেন।