পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টার আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য পাচারকৃত সম্পদ সংরক্ষণকারী দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানান। 

সভায় ভাষণকালে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতির মাধ্যমে গত ১৫ বছরে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে এবং এই সম্পদ পুনরুদ্ধার বর্তমানে সরকারের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি। তিনি আরও বলেন, যেসব দেশ ও প্রতিষ্ঠানে এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখা হচ্ছে, তারা যেন এই অপরাধের অংশীদার না হয় এবং অবিলম্বে তা প্রকৃত মালিক কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেয়।

আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

অধ্যাপক ইউনূস বলেন, “আমি উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধি-নিষেধ প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” তিনি জানান, বাংলাদেশ নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছে। কিন্তু সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়া ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া সফল পুনরুদ্ধার সম্ভব নয় এই কথাও তিনি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের অবৈধ পাচার কার্যকরভাবে প্রতিরোধে ব্যর্থ, এবং কিছু আন্তর্জাতিক আর্থিক নীতিমালা ও নিয়মসমূহ কখনও কখনও ট্যাক্স হেভেনে অবৈধ অর্থ স্থানান্তরকে উৎসাহিত করছে।

আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর

সভায় তিনি সরকারি উদ্যোগ ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় কঠোর বিধিমালা প্রণয়ন ও দুর্নীতি রোধকরণে কার্যকর তদারকির গুরুত্বও আবারও মন্তব্য করেন।