জার্মান ঐক্য দিবসে সরকার ও জনগণকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জার্মান ঐক্য দিবসে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে পাঠানো এক চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
চিঠিতে ড. ইউনূস লিখেছেন, “বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জার্মান ঐক্য দিবসের এই আনন্দময় উপলক্ষ্যে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।”
তিনি বলেন, জার্মান ঐক্য দিবস কেবল একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জার্মানির ঐক্যকে চিহ্নিত করে না, বরং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারের মতো সার্বজনীন মূল্যবোধের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জার্মানির সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। যা গণতন্ত্র, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। প্রধান উপদেষ্টা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের জীবনমান উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।
শেষে তিনি জার্মান চ্যান্সেলরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জার্মান জনগণের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধির শুভকামনা জানান।